thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

ইউক্রেনে ট্রেনের ধাক্কায় নিহত ১২

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ০৯:২২:৩৭
ইউক্রেনে ট্রেনের ধাক্কায় নিহত ১২

দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের উত্তরাঞ্চলে ট্রেনের ধাক্কায় একটি মিনিবাসের ১২ জন যাত্রী নিহত হয়েছেন। দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

রাশিয়ার সীমান্তবর্তী সুমি এলাকায় মঙ্গলবার একটি ট্রেন যাত্রীবাহী ওই মিনিবাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাসটির অধিকাংশ যাত্রীই ছিলেন শিক্ষক ও শিক্ষার্থী। তারা স্কুল শেষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ এ দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি সরকারি কমিশনও গঠন করেছেন তিনি। (সূত্র : এএফপি, বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর