thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

হরতাল রেল চলাচল স্বাভাবিক

২০১৩ নভেম্বর ০৪ ১০:৪৬:৪৬
হরতাল রেল চলাচল স্বাভাবিক

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন সোমবার রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশের বিভিন্ন স্থানে পিকেটিং, ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও রেল যোগাযোগে কোনো প্রভাব পড়েনি। তবে হরতালে ট্রেনে যাতায়াতের বিষয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা গেছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক (সিআই) মো. মুজিবুর রহমান দিরিপোর্ট২৪কে বলেন, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। নির্ধারিত সময়ে ঢাকার কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে নির্ধারিত ট্রেনগুলো ছেড়ে গেছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা রবিবার রাতের ট্রেনগুলো নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে স্টেশনের কয়েকটি বুকিং কাউন্টারে কথা বলে জানা যায়, হরতালে কারণে সকাল থেকেই যাত্রী উপস্থিতি তুলনামূলক কম।

(দিরিপোর্ট২৪/এনটি/এএস/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর