thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

সিরিয়ায় ব্যারেল বোমা হামলায় নিহত ৮

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ০৯:৪৭:০৮
সিরিয়ায় ব্যারেল বোমা হামলায় নিহত ৮

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ান সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ছোড়া ব্যারেল বোমায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে।

আলেপ্পোর মাসকান হানানো জেলায় মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। বোমাগুলো একটি মসজিদে আঘাত হানে বলে জানা গেছে। নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে।

আলেপ্পো মিডিয়া সেন্টার জানিয়েছে, ওই মসজিদটি একটি স্কুল হিসেবে ব্যবহার করা হতো।

এর আগে সোমবার ব্যারেল বোমা ও বিমান হামলায় সিরিয়ায় অন্তত ৩০ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে বলে ব্রিটেনভিত্তিক সংস্থাটি জানিয়েছে। শনিবার বিমান হামলায় দেশটিতে ৮৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ব্যারেল বোমা হামলা চালাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। বোমা হামলা থেকে বাঁচার জন্য দেশটির বেসামরিক নাগরিকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভ্যান্ট ও অন্য বিদ্রোহী দলগুলোর মধ্যকার প্রচণ্ড যুদ্ধের কারণে তাদের পালিয়ে যাওয়ার পথও বিপজ্জনক হয়ে উঠেছে। (সূত্র : এএফপি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর