thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

হরতালে স্বাভাবিক মতিঝিল

২০১৩ নভেম্বর ০৪ ১০:৫১:৩৬

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালে প্রথম দিন সোমবার মতিঝিল এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যানচলাচল অন্যান্য দিনের তুলনায় কম। এ এলাকায় সকাল থেকে রিকশা, অটোরিকশা, যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেলেও কোনো প্রাইভেট কার বা মাইক্রোবাস দেখা যায়নি। এই বাণিজ্যিক এলাকায় আসতে দূরের যাত্রীরা বাস ব্যবহার করলেও আশপাশের এলাকার লোকজন হেঁটেই চলাচল করছেন।

হারতালে মতিঝিল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোর ৫টা থেকে পুলিশ ও র‌্যাবের পাশপাশি রয়েছে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শাপলা চত্বরে দায়িত্বরত সূত্রাপুর ট্রাফিকের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহিদ আলম বিশ্বাস দিরিপোর্ট২৪কে বলেন, ভোর থেকেই মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান করছি। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি। এ এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে শুনেছি সকালে ফকিরাপুল পানির ট্যাঙ্ক এলাকায় হরতাল সমর্থকরা পিকেটিং করেছে।

এদিকে মতিঝিল থানার পেট্রল ইন্সপেক্টর শেখ আবুল বাশার দিরিপোর্ট২৪কে বলেন, মতিঝিল এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোর থেকে পুরো এলাকা অনেকবার টহল দিয়েছি, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি লক্ষ্য করা যায়নি।

(দিরিপোর্ট২৪/এনটি/এএস/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর