thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

আ.লীগের কোন্দল : আলফাডাঙ্গায় ১৪৪ ধারা

২০১৩ অক্টোবর ০৭ ১৭:৩০:৩২ ০০০০ 00 ০০ ০০:০০:০০
আ.লীগের কোন্দল : আলফাডাঙ্গায় ১৪৪ ধারা
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আওয়ামী লীগের একাংশের ডাকা সমাবেশ দলীয় সংসদ সদস্যের অনুসারীরা প্রতিহতের হুমকি দেয়ায় স্থানীয় প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করে।

উপজেলা পরিষদ চত্বর, বাজার ও চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় সোমবার সকাল ৮টা থেকে সব ধরনের সভা- সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগের একাংশ সোমবার সকাল ১০টায় উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে সমাবেশ ডাকলে সংসদ সদস্য আবদুর রহমানের সমর্থকরা তা প্রতিহত করার ঘোষণা দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

(দিরিপোর্ট২৪/ওএস/এএসএস/এমডি/অক্টোবর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর