thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান দুদুর ইন্তেকাল

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৩:২০:১৯
সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান দুদুর ইন্তেকাল

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার রশীদুজ্জামান দুদু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার অ্যাপোলো হাসপাতালে বুধবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বিদেশে অপারেশনের পর দেশে ফিরলেও তিনি আর কুষ্টিয়া ফিরে আসেননি। বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক নেতা খন্দকার রশীদুজ্জামান দুদু রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন।

দুপুর ১২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সন্তানরা দেশে ফেরার পর তার দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এফএপি/এফএস/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর