thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

‘আপনার নির্দেশেই দেশে এত খুন-খারাবি’

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৪:৩০:৫৮
‘আপনার নির্দেশেই দেশে এত খুন-খারাবি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘আপনার নির্দেশেই দেশে এত খুন-খারাবি হচ্ছে। আপনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীই একের পর এক সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। কিন্তু এরকম ঘটনা আর ঘটার সুযোগ দেওয়া হবে না। মানুষকে রক্ষার জন্য যা যা করা দরকার তা করা হবে, মায়াকান্না করব না।’

নির্বাচনপরবর্তী সময়ে রাজনৈতিক সহিংসতায় আহত হন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের কর্মী নূরজাহান বেগম। তিনি এখন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। প্রধানমন্ত্রী বুধবার সকালে নূরজাহান বেগমকে দেখতে এবং তার খোঁজখবর নিতে হাসপাতালে যান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘একজন মানুষ কীভাবে আরেকজনের হাত-পায়ের রগ কেটে দেয়। এরাতো মানুষ না, সন্ত্রাসী। আমি জানি না, তারা কোনও মায়ের সন্তান কি-না? তারা কোনও মায়ের কোলে বড় হয়েছে কি-না?’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে যেভাবে গণহত্যা হয়েছে, বর্তমানে একই ভাবে বিএনপি-জামায়াতের কর্মীরা মানুষ খুন করছে। নিরীহ জনগণের ওপর হামলা করছে।’

শেখ হাসিনা এ সময় হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘তারা আচমকা হামলা চালাচ্ছে। এ সব কর্মকাণ্ড বরদাসত করা হবে না। যারা এগুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/বিকে/এমএআর/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর