thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

পারিবারিক পুনর্মিলনে একমত হয়েছে দুই কোরিয়া

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৪:৪৭:২৬
পারিবারিক পুনর্মিলনে একমত হয়েছে দুই কোরিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : কোরিয়া যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারের সদস্যদের পুনর্মিলনের ব্যাপারে একমত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের আহ্বানের জের ধরেই এ পুনর্মিলনের আয়োজন হচ্ছে।

চলতি ফেব্রুয়ারিতেই এই পূনর্মিলন আয়োজনের কথা রয়েছে। যদি সফলভাবে এ আয়োজন করা যায় তাহলে তিন বছর পরে এটাই হবে দুই কোরিয়ার প্রথম পূনর্মিলন। উত্তর কোরিয়া ২০১০ সালের নভেম্বরে দক্ষিণ কোরিয়া সীমান্তে একটি দ্বীপে গোলাবর্ষণ করলে বন্ধ হয়ে যায় প্রতি বছরের এই মিলনমেলার উৎসব।

এর আগে গত সেপ্টেম্বরে পূনর্মিলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু দক্ষিণ কোরিয়া শত্রুতা করছে অভিযোগ করে শেষ পর্যায়ে এসে পরিকল্পনা বাতিল করে দেয় উত্তর কোরিয়া।

দুই কোরিয়ার ১৯৫০-১৯৫৩ সালের যুদ্ধে লাখ লাখ মানুষ তাদের পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাই এই পুনর্মিলন অত্যন্ত আবেগের। উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারের সদস্যরা খুবই অল্প সময়ের জন্য দেখা পায় তাদের স্বজনদের।

উত্তর কোরিয়ার মাউন্ট কুমগ্যাং রিসোর্টে ফেব্রুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ২৫ পর্যন্ত এ পুনর্মিলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার আনুমানিক ৭২ হাজার মানুষ এ পুনর্মিলনের সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে। যাদের অর্ধেকেরই বয়স আশির ওপরে। কিন্তু প্রতিবার মাত্র ১০০ জনের কপালে জোটে এ সৌভাগ্য। অনেকেই জানেন না তাদের স্বজনরা আদৌ বেঁচে আছেন কি না। কেননা দুই দেশই তাদের নাগরিকদের চিঠি, টেলিফোন বা ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা থেকে বিরত রেখেছে।

বিবিসি প্রতিনিধি লুসি উইলিয়ামসন সিউল থেকে জানিয়েছেন কয়েক মাস পরে এই বিষয়টি আবার আলোচনার টেবিলে জায়গা পেয়েছে। এর সঙ্গে তিনি আরও জানান চলতি মাসের শেষের দিকেই যুক্তরাষ্ট্র আর দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাই এই বন্ধুত্বপূর্ণ মনোভাব দীর্ঘমেয়াদি হবে না বলেই আশঙ্কা করছেন অনেকে। গত বছর ‘ফোল ঈগল’ নামে পরিচিত এই সামরিক মহড়া দুদেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছিল। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/আরজে/ এমডি/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর