thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

সন্ধান মিলেছে অ্যানা ফ্রাঙ্কের খেলনার

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৫:১৩:২৯
সন্ধান মিলেছে অ্যানা ফ্রাঙ্কের খেলনার

দ্য রিপোর্ট ডেস্ক : অ্যানা ফ্রাঙ্ক। ১৫ বছরের এই ইহুদি কিশোরী সম্ভবত জার্মান বাহিনীর হলোকাস্টের শিকার সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব। এই কিশোরীর দিনলিপিই বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার স্বাভাবিক জীবনের ছন্দপতনের ভয়াবহতা।

৭০ বছর পর কিশোরী অ্যানা ফ্রাঙ্কের কিছু খেলনার খোঁজ মিলল। এক বাক্স মার্বেল, একটি খেলনা টি-সেট আর একটি বই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মান বাহিনীর ভয়ে পরিবারের সঙ্গে আত্মগোপনে যাওয়ার আগে টুসজি কুপারস নামে এক বন্ধুর কাছে এগুলো নিরাপদে রাখতে দিয়েছিল অ্যানা।

নেদারল্যান্ডসের আমস্টারডামে থাকার সময় প্রতিবেশী টুসজি ছিল অ্যানার খেলার সঙ্গী। বন্ধুর কাছেই নিজের ‘সম্পদ’ গচ্ছিত রেখেছিল অ্যানা।

এর পরের গল্প তো সবারই জানা আছে। ইহুদি জনগণ নিধন বাড়তে থাকায় ১৯৪২ সালের ৬ জুলাইয়ে বাবা-মা আর বোনের সঙ্গে একটি লুকানো বাড়িতে অবস্থান নেয় অ্যানা। অল্প কয়েকজন আস্থাভাজনই জানতেন তাদের এই আত্মগোপনের খবর। ধরা পড়ার ভয়ে সব সময় তটস্থ থাকতো অ্যানার পরিবার। অ্যানার নিজস্ব ভুবনের এই মর্মভেদী কাহিনী বিশ্ববাসী তার ডায়রি পড়েই জানতে পেরেছে।

ধরা পড়ার আগ পর্যন্ত ২৫ মাস তারা লুকানো অবস্থাতেই দিন কাটায়। ১৯৪৪ সালের আগস্টে তাদের পরিচিত কেউই তাদের ধরিয়ে দেয়।

১৯৪৫ সালে স্বাধীনতার মাত্র কয়েকদিন আগে বার্গেন-বেলজান কনসেন্ট্রেশন ক্যাম্পে টাইফাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

যুদ্ধ শেষে অ্যানার পরিবারের একমাত্র জীবিত সদস্য তার বাবা অটো ফ্রাঙ্কের কাছে খেলনাগুলো ফিরিয়ে দিতে চেয়েছিল টুসজি। তবে টুসজিকে খেলনাগুলো রাখতে বলেছিলেন অ্যানার বাবা। তাই খেলনাগুলো রয়ে গিয়েছিল টুসজির কাছেই।

এরপর ৭০ বছর কেটে গেছে। বাড়ি পরিবর্তন করার আগে চিলেকোঠায় ওই খেলনাগুলো নজরে আসে টুসজির। সঙ্গে সঙ্গে অ্যানা ফ্রাঙ্ক হাউস মিউজিয়ামে যোগাযোগ করেন তিনি।

অ্যানা ফ্রাঙ্ক হাউস মিউজিয়ামের প্রধান তেরেসিন ডা সিলভা জানান, বই ও টি-সেটটি ১৩তম জন্মদিনে উপহার পেয়েছিল অ্যানা।

প্রথমবারের জন্য রটারডামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রদর্শনীতে প্রদর্শনও করা হবে অ্যানার এই খেলনাগুলো। (সূত্র: সিএনএন)

(দ্য রিপোর্ট/ কেএন/ ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর