thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মাগুরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৫:৩৪:৫৯
মাগুরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মাগুরা সংবাদদাতা : মাগুরার শ্রীপুর উপজেলার বরালদাহ গ্রামে বুধবার সকালে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

তারা হল- উপজেলার বরালদাহ গ্রামের জামাল শেখের ছেলে তামিম (৪) এবং তার সহোদর বিপ্লব শেখের মেয়ে চাঁদনী (৪)।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে তামিম ও চাঁদনী বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। হঠাৎ দুজনে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির করেও পাওয়া যায়নি তাদের। এক পর্যায়ে সকাল ৯টার দিকে পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখা যায়।

পরে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাদের দাফন করা হয়।

মাগুরা নাকোল ফাঁড়ির ইনচার্জ (এসআই) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এসই/ইইউ/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর