thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

গ্রামীণ উদ্যোক্তাদের সহযোগিতায় ‘ওপেন’ এক্সিলোরেটর

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৫:৪১:৫২
গ্রামীণ উদ্যোক্তাদের সহযোগিতায় ‘ওপেন’ এক্সিলোরেটর

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের গ্রামীণ উদ্যোক্তাদের ব্যবসায়িক সফলতা বৃদ্ধির জন্য বিনা সুদে লোন, প্রশিক্ষণ, বিজনেজ মনিটরিং, নেটওয়ার্কিং, মিডিয়া পরিচিতি ও বিনিয়োগকারীদের সঙ্গে পরিচিত করাসহ বিভিন্ন সহযোগিতা করবে ‘ওপেন’ বিজনেস এক্সিলোরেটর।

রাজধানীর দৃক গ্যালারিতে বুধবার দুপুরে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানান ‘ওপেন’ এক্সিলোরেটরের সঙ্গে সম্পৃক্তরা।

গ্রামীণ উদ্যোক্তাদের ব্যবসা বড় করার জন্য প্রয়োজনীয় রিসোর্সের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলে কর্মসংস্থান বাড়বে, উদ্ভাবনে উৎসাহিত হবে এবং গ্রামীণ অর্থনীতি বিকশিত হবে জানিয়ে ‘ওপেন’ এর ডেলিভারি পার্টনার টিনডার ক্যাপিটাল বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর জেরি নিকলসন বলেন, ‘১৬ কোটি মানুষের বাংলাদেশে প্রতি ৪ জনের ৩ জনই বড় শহরগুলোর বাইরে থাকেন। ‘ওপেন’ বাংলাদেশের শ্রেষ্ঠ গ্রামীণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের ব্যবসায়িক সফলতার লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা করবে। যারা এ সহযোগিতা নিতে আগ্রহী তাদের ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।’

আবেদনকারীদের মধ্য থেকে ২০ জন ৪ দিনের প্রশিক্ষণের সুযোগ পাবেন জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞ বাংলাদেশী ও আন্তর্জাতিক উদ্যোক্তাগণ সহজে ‘গ্রোথ প্ল্যান’ তৈরিতে সহযোগিতা করবে। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ৫ জন বিজয়ীকে ২ লাখ টাকা করে সুদমুক্ত লোনসহ ১০ মাসের জন্য একজন বিজনেস মেন্টরের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে আরও বেশি উদ্যোক্তাকে এ সুযোগ দেওয়া হবে।’

‘ওপেন’ এর উদ্যোগকে স্বাগত জানিয়ে দৃক পিকচার লাইব্রেরি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শহিদুল আলম বলেন, ‘ওপেন’ গ্রামীণ ব্যবসায়ীদের সহযোগিতা করায় তাদের এ উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার অনেক সুযোগ আছে।’

‘ওপেন’ এর অন্য এক ডেলিভারি পার্টনার টিম ইঞ্জিন এর ম্যানিজিং ডিরেক্টর সামিরা জুবেরি হিমিকা বলেন, ‘প্রয়োজনীয় রিসোর্সের অভাবে যারা ব্যবসা বড় করতে পারছেন না ‘ওপেন’ তাদের সহযোগিতা করবে। ‘ওপেন’ তাদের ব্যবসায়িক সহযোগিতার পাশাপাশি কারিগরিভাবেও সহযোগিতা করবে।’

‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ‘ওপেন’ এর মেন্টর ও সিনিয়র পরামর্শক সাজিদ রহমান ও ‘ওপেন’ এর ডেলিভারি পার্টনার ভেঞ্চার ইনভেস্টমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর সুব্রত মিত্র।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/আরকেফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর