thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

শ্রীলংকার গৃহযুদ্ধে ব্যাপক মানবাধিকার লংঘনের অভিযোগ

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৫:৫৪:৫২
শ্রীলংকার গৃহযুদ্ধে ব্যাপক মানবাধিকার লংঘনের অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক : শ্রীলংকার গৃহযুদ্ধের উপর তৈরি করা এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশটির সরকার গৃহযুদ্ধের সময় মানবাধিকার লংঘন বিষয়ক অনেক তথ্য-প্রমাণ গোপন করেছে।

আন্তর্জাতিক আইনজীবীদের একটি দল মঙ্গলবার বলেছে, শ্রীলংকার রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী গৃহযুদ্ধে নিহত বেসামরিক লোকদের গণকবরগুলো নিখুঁতভাবে ধ্বংস করেছে। এ ছাড়া তারা জাতিসংঘকেও এ ব্যাপারে একটি তদন্ত শুরু করার আহ্বান জানায়।


আন্তর্জাতিক তদন্তকারীরা জানান, ২০০৮ সালের শেষদিক ও ২০০৯ সালে শ্রীলংকার সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। অন্যান্য যুদ্ধাপরাধমূলক কর্মকাণ্ডের ও ব্যাপক সাক্ষ্য-প্রমাণ পেয়েছেন তারা।

তারা দাবি করেন, দুপক্ষই আন্তর্জাতিক মানবাধিকার আইন লংঘনের ঘটনা ঘটিয়েছে। তবে তদন্তে দেখা গেছে, শ্রীলংকার সরকারি বাহিনীই সবচেয়ে বেশি মানবাধিকার লংঘন করেছে। এ ছাড়া তারা ব্যাপক নির্যাতন, যৌন সহিংসতা ও গুম-খুনের ঘটনাও ঘটিয়েছে।

এমনকি শ্রীলংকার সেনাবাহিনীর শুরু করা এ সব অপরাধ বেসামরিক তামিল নাগরিকদের উপর এখনও অব্যাহত রয়েছে বলেও দাবি করেন তদন্তকারীরা।

দীর্ঘ ২৫ বছর ধরে চলা শ্রীলংকার ওই গৃহযুদ্ধের শেষ মাসগুলোতে এনজিও ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে যুদ্ধ কবলিত এলাকা থেকে কোনো তথ্য সংগ্রহ করার সুযোগ দেয়া হয়নি। ওই সময়টাতে শ্রীলংকার সরকারী বাহিনী দেশটির উত্তরাঞ্চলে তামিল বিদ্রোহীদের সঙ্গে চূড়ান্ত যুদ্ধে নেমেছিল।
জাতিসংঘের অনুমান, ওই যুদ্ধে অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়।

এদিকে এই যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত সামরিক সদস্যদের বিচার করতে ব্যর্থ হওয়ায় শ্রীলংকার বিরুদ্ধে জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী মার্চ মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র জাতিসংঘে শ্রীলংকার বিরুদ্ধে মানবাধিকার লংঘন বিষয়ক তৃতীয় একটি প্রস্তাব উত্থাপন করবে। সম্প্রতি শ্রীলংকা সফর শেষে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা বিসওয়াল শনিবার এ ঘোষণা দেন।

এরপর থেকে শ্রীলংকা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় ওই ঘোষণার জের ধরেই শ্রীলংকার সরকার বিশ্ব নারী বিষয়ক মার্কিন দূত ক্যাথেরিন রাসেলকে ভিসা প্রদানে অস্বীকৃতি জানিয়েছে।

(দ্য রিপোর্ট/এমএটি/এমডি/আরকে/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর