thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

অর্থনৈতিক সূচক নির্ধারণে আসছে নতুন মডেল

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৬:৩৪:২৮
অর্থনৈতিক সূচক নির্ধারণে আসছে নতুন মডেল

দ্য রিপোর্ট প্রতিবেদক : অর্থনৈতিক সূচক নির্ধারণে নতুন মডেল চালু হবে। ‘মাইক্রো ইকোনমিক মডেল’ নামে নতুন এ মডেল চালু হলে বাংলাদেশের অর্থনৈতিক অর্জন ও অগ্রগতির হিসেব আরও সঠিকভাবে প্রণয়ন করা যাবে। ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার সহায়তায় বাংলাদেশে ‘মাইক্রো ইকোনমিক মডেল’ অনুযায়ী গত এক বছর ধরে পরীক্ষামূলক রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনুল ইসলাম।

বুধবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে এ বিষয়ে চুড়ান্ত রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তিনি এ সব কথা জানান। কোরিয়ান বিশেষজ্ঞ দল রিপোর্টটি প্রকাশ করেন। রিপোর্টের বিষয়ে অর্থমন্ত্রলাণয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ইউসুফ জানান, নতুন এ মডেল চালু হলে জিডিপি’র হিসাব সঠিকভাবে আসবে। উন্নত বিশ্বে এ মডেল অনুসরণ করা হয়। আমাদের এখানে এটা একেবারেই নতুন। তাই এ বিষয়ে ‘নলেজ শেয়ারিং’ এর জন্যই এ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এআই/ডব্লিউএন/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর