thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

বেনাপোল সীমান্তে শিশুসহ আটক ১৭

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৬:৪০:৫৩
বেনাপোল সীমান্তে শিশুসহ আটক ১৭

বেনাপোল সংবাদদাতা : বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি। পুটখালী সীমান্ত থেকে বুধবার সকালে তাদের আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার (ওসি) মোশারফ হোসেন জানান, সীমান্তের চরের মাঠ এলাকা দিয়ে কয়েকজন নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে শিশুসহ ১৭ জনকে আটক করেছে।

এ সময় তাদের সঙ্গে থাকা দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়। আটকদের বাড়ি খুলনা, বাগেরহাট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। তাদের পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/জেএইচ/ইইউ/এমসি/এএইচ/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর