thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

আসামে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ৭

২০১৩ নভেম্বর ০৪ ১১:২৬:৩৩
আসামে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ৭

দিরিপোর্ট২৪ ডেস্ক : ভারতের আসাম রাজ্যে দিওয়ালির অনুষ্ঠানে সমাবেত জনতার ওপর বিচ্ছিন্নতাবাদীরা হামলায় সাতজন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

গোয়ালপাড়া জেলার গেনদামারি এলাকায় আগিয়া পুলিশ স্টেশনের কাছে রবিরার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বিচ্ছিন্নতাবাদীরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে বলে জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে। হামলাকারীরা গারো ন্যাশনাল লিবারেশন আর্মির (গিএনএলএ) সদস্য বলে ধারণা করা হচ্ছে।

হামলায় ছয়জন ঘটনাস্থলেই মারা যায়। গোলাগুলি শেষ হওয়ার পর স্থানীয়রা আহতদের গোয়াপাড়া সিভিল হাসপাতালে নিয়ে যায়। সেখানে সোমবার সকালে একজন মারা যায়।

ঘটনাস্থলে পুলিশ দেরিতে এসেছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এ ঘটনার পর ওই জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গোয়াপাড়া জেলার পাশ্ববর্তী মেঘালয়ের পার্বত্য জেলার জঙ্গলে বসবাসরত গিএনএলএ’র সদস্যরা ২০০৯ সাল থেকেই একটি পৃথক রাজ্যের জন্য লড়াই করে যাচ্ছে। সূত্র: জিনিউজ।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর