thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

থাইল্যান্ডে ফেরিডুবিতে নিহত ৬

২০১৩ নভেম্বর ০৪ ১১:৩৬:১০
থাইল্যান্ডে ফেরিডুবিতে নিহত ৬

দিরিপোর্ট২৪ ডেস্ক : থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় পাতায়ার কাছে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে গেলে ছয়জন নিহত হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে। খবর বিবিসি’র।

দেশটির পুলিশ জানায়, এ ঘটনায় তিন থাই, দুজন রাশিয়ান ও একজন চীনের নাগরিক নিহত হয়েছে। এছাড়া রাশিয়ার একজন বালকসহ আরও ১৫ জন মারাত্মকভাবে আহত হয়েছে। বাকি যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তারা জানায়, দ্বিতল এই ফেরিটির ইঞ্জিন বিকল হয়ে গেলে রবিবার স্থানীয় সময় বিকাল ৫টায় ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত পুলিশ আরও জানায়, ফেরিতে যথেষ্ট পরিমাণ টিউব কিংবা লাইফবোট ছিল না। কয়েকজন যারা সাতার পারে না, তারা উদ্ধারকারীরা আসা পর্যন্ত বরফের কন্টেইনারের সাহায্যে ভেসে ছিল।

স্থানীয় টেলিভিশনে দেখা গেছে, পযর্টকদের নিরাপদে তীরে নিয়ে আসা হয়েছে। এরপর তাদের অ্যাম্বুলেন্সে করে পাতায়ায় নিয়ে যাওয়া হয়।

(দিরিপোর্ট২৪/আদসি/জেএম/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর