thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাজধানীতে শিবিরকর্মীদের গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৯:১৮:৪৭
রাজধানীতে শিবিরকর্মীদের গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সচিবালয় ও প্রেস ক্লাবের আশপাশে বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ১৫ থেকে ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে শিবিরকর্মীরা। এর আগে তারা মিছিল করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরাও খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

এদিকে, হঠাৎ এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় অত্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসযাত্রীরা আতঙ্কে বাস থেকে লাফিয়ে নেমে পড়েন। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী আশিক জানান, প্রেস ক্লাবের পাশে হঠাৎ পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। মানুষ হতভম্ব হয়ে এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামী বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচএ/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর