thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওতামুক্ত

বৃহস্পতিবারের হরতাল সফলের আহ্বান জামায়াতের

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৯:২০:০০
বৃহস্পতিবারের হরতাল সফলের আহ্বান জামায়াতের

দ্য রিপোর্ট প্রতিবেদক : বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে দলটি এই হরতাল আহ্বান করেছে।

তবে হিন্দু সম্প্রদায়ের গঙ্গাস্নানের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হরতালের আওতামুক্ত থাকবে। এ ছাড়া হাসপাতাল ও অ্যাম্বুলেন্সও হরতালের আওতামুক্ত থাকবে।

বিবৃতিতে ডা. শফিকুর বলেন, ‘সরকার মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্র করছে। সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য বেছে বেছে জামায়াত ও ১৯-দলীয় জোটের নেতাকর্মীদের হত্যা করছে।’

তিনি এ হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য জামায়াতের সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/কেএ/জেএম/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর