thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

বাস্তুহারা স্কুলের খেলার মাঠ রক্ষা করতে হাইকোর্টের রুল

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৯:৪২:০৩
বাস্তুহারা স্কুলের খেলার মাঠ রক্ষা করতে হাইকোর্টের রুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বরিশাল শহরের বাস্তুহারা স্কুলের খেলার মাঠ রক্ষা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
একই সঙ্গে বাস্তুহারা স্কুল মাঠে স্থাপনার জন্য রাখা নির্মাণসামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য স্থানীয় কমিশনার জয়নুল আবেদীনকে নির্দেশ দিয়েছে আদালত।

এক রিটের প্রাথমিক শুনানি শেষে বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।

আগামী দুই সপ্তাহের মধ্যে বরিশালের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সদর থানার টিএনও এবং ওসিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে এ স্কুলের মাঠে শিশুদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে বলেছে আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, পরিবেশ আইন ১৯৯৫ ও প্রাকৃতিক জলধারা সংরক্ষণ আইন ২০০০ অনুসারে খেলার মাঠ দখল করে স্থাপনা তৈরি সম্পূর্ণ বেআইনি।

এর আগে ওই স্কুলের খেলার মাঠে স্থানীয় কমিশনার পাকা ঘর নির্মাণের প্রতিবেদন একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। এ প্রতিবেদন আদালতে দাখিল করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিটটি দায়ের করেনিএডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী।

পরে আদালত বুধবার শুনানি শেষে এ আদেশ দেয়।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/এনআই/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর