thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

প্রধানমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করছেন : ফখরুল

২০১৩ নভেম্বর ০৪ ১২:১৯:১৬
প্রধানমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করছেন : ফখরুল

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : প্রধানমন্ত্রী চতুরতার সঙ্গে আলোচনার কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল (রবিবার) প্রধানমন্ত্রীর বক্তব্য সমঝোতার পথ বন্ধ করে দিয়েছে উল্লেখ করে একই সঙ্গে তিনি বলেন, সরকার সুনির্দিষ্ট প্রস্তাব দিলে বিএনপি এখনই আলোচনায় প্রস্তুত।

দ্বিতীয় দফা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথমদিন সোমবার সকাল ১১টায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীনরা সুনির্দিষ্টভাবে আলোচনার ব্যবস্থা করেনি। যে কারণে দ্বিতীয় দফায় ৬০ ঘণ্টার হরতাল চলছে। সরকার আগের মতোই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে লালমনিরহাটে ছাত্রদলের নেতা নাসিকে গুলি করে হত্যা করেছে। কিছুক্ষণ আগে দৈনিক বাংলা মোড়ে মিছিলে হামলা হয়েছে এবং অনেকইে আহত হয়েছেন। এভাবে সারাদেশেই পুলিশবাহিনী ও সরকারের দলীয় সন্ত্রাসীরা আন্দোলনকারী ছাত্র জনগণের উপর চড়াও হচ্ছে, হামলা করছে। জনগণের যে দাবি তা কখনই স্থিমিত হবে না, ক্রমশই বেগবান হবে।’

হরতাল প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই প্রধানমন্ত্রী ১৯৯৪-৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৩ দিন হরতাল করেছেন, অসংখ্য মানুষ সেদিন হত্যা করেছেন। তিনি বলছেন, হরতাল প্রত্যাহার করে আলোচনা করতে। এটাতো কোনো শর্ত হতে পারে না। আমরা তো হরতাল করতে বাধ্য হয়েছি। যেহেতু এখন পর্যন্ত সংলাপের জন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। আসলে তিনি (প্রধানমন্ত্রী) সংলাপও চান না সমঝোতাও চান না। তারা বিরোধীদলকে বাদ দিয়ে একদলীয় নির্বাচন করতে চান। এখন নির্বাচনের কাউন্টডাইন শুরু হয়েছে সংবিধান অনুযায়ী।’

এই মূহুর্তে সংলাপে বসতে রাজি আছি উল্লেখ করে তিনি বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে আলোচনা করতে হবে।’

তিনি বলেন, বর্তমান সরকার সাংবিধানিকভাবে সরকারে থাকার নৈতিকতা হারিয়ে গায়ের জোরে ক্ষমতায় আছে। বিএনপি নির্বাচনকালীন সময়ের সরকার ব্যবস্থা নিয়ে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করছে। কিন্তু সরকার এখন পর্যন্ত নির্বাচনকালীন সময়ের নির্দলীয় সরকার নিয়ে আলোচনা করার কোনো উদ্যোগ নিচ্ছে না। আগের মতোই তারা হরতাল সমর্থনকারীদের উপর আক্রমনাত্মক হয়ে উঠেছে।’

এসময় উপস্থিত ছিলেন দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এমসি/জেএম/নভেম্বর ০৪, ২১০৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর