thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘ব্যর্থতা’ স্বীকার করলেন সালাম

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ২০:১১:২৫
‘ব্যর্থতা’ স্বীকার করলেন সালাম

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম বলেছেন, ‘বিগত দিনে আন্দোলন-সংগ্রামে ঢাকা মহানগরীতে আমাদের ব্যর্থতা আছে। এই ব্যর্থতার দায় আমি নিতে প্রস্তুত আছি। এর পরও সংগঠন শক্তিশালী হয়।’

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বুধবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তেব্য তিনি এ কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ দলের নেতাকর্মীদের মুক্তিসহ গ্রেফতার, দমন-পীড়ন ও নির্যাতন বন্ধের দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

‘বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে’ উল্লেখ করে সালাম আরও বলেন, ‘আওয়ামী লীগ বলে বিএনপি অস্ত্রের রাজনীতি করে। এটা তারা বিদেশিদের কাছে প্রচার করেতে চায়। বিএনপি অস্ত্রের রাজনীতি করে না।’

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘পুলিশকে বাদ দিয়ে রাজপথে নামেন, কতক্ষণ টিকতে পারেন দেখব।’

তিনি বলেন, ‘বিএনপিকে মিছিল, সভা-সমাবেশ করতে দেওয়া হয় না। কারণ বিএনপির সমাবেশে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসেন।’

তিনি এ সময় ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নাম উল্লেখ করে ‘তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না’ বলে দাবি করেন।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ বিএনপি এবং এর অঙ্গ-সংগঠন ও মহানগর বিএনপির নেতারা।

১৯ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান এ সময় বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর