thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ২১:৫৪:৩৬

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পল্লবী থানা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আব্দুল রহিম (২১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে পল্লবী থানা এলাকার ১২/৩ হোম ডিজাইন লিমিটেডের নির্মাণাধীন বিল্ডিংয়ের ৭ তলা থেকে পড়ে মারা যায় রহিম।

ঘটনা সম্পর্কে পল্লবী থানার এসআই জানান, ঐ বিল্ডিংয়ে নিহত আব্দুল রহিম কাজ করত। অসাধানতাবসত সে ৭ তলা থেকে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তক্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ ইসলামী ব্যাংক থেকে তার মৃতদেহ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

নিহত আব্দুল রহিম নবাবগঞ্জের নাচোল থানার কর্মজী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আমজাদ হোসেন।

(দ্য রিপোর্ট/এসআর-এনইউডি/জেএম/ এনআই/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর