thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

‘অনাকাঙ্ক্ষিত নির্বাচন সুষ্ঠু নির্বাচনের ধারা ব্যাহত করেছে’

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ২৩:২১:০২
‘অনাকাঙ্ক্ষিত নির্বাচন সুষ্ঠু নির্বাচনের ধারা ব্যাহত করেছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভোটারবিহীন অনাকাঙ্ক্ষিত নির্বাচনের ফলে সুষ্ঠু নির্বাচনের ধারা ব্যাহত হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা।

রাজধানীর বসুন্ধরা সিটিতে বুধবার বিকেলে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মোটেও সুখপ্রদ নয় মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে উদীয়মান গণতন্ত্রে যা ঘটে গেছে তা আমাদের কাম্য ছিল না।’

তিনি আরও বলেন, ‘৯১ সালের পর থেকে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে (দশম ব্যতীত) মানুষ ঈদের ছুটির ন্যায় বাড়ি গিয়েছে ভোট দিতে। অথচ দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা নিরাপত্তার কারণে ভোট দিতে যাননি।’

আওয়ামী লীগের ৩৫, বিএনপির ৩৫, জাতীয় পার্টির ৭ এবং জামায়াতের ২ কিংবা আড়াই শতাংশ ভোট রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকেরাই ভোট দিতে আসেননি।’

আন্দোলনের নামে সন্ত্রাস করে কেউ ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য করেন সাবেক এ প্রধান নির্বাচন কমিশনার।

(দ্য রিপোর্ট/এমএস/এনডিএস/এজেড/ফেব্রুযারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর