thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

হাজারীবাগে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ২৩:৫৬:৫৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে ডিশ ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঘটা এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে হাজারীবাগ শিকদার মেডিকেল কলেজের পেছনে কবির গ্রুপ ও মাসুদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে কবির গ্রুপের তুষার আহমেদ রানা (২৫) ও মোহাম্মদ সুমন গুলিবিদ্ধ হয়। এ ছাড়া শিমুল (২০), যোবায়ের আহমেদ (২০), বিল্লাল হোসেন (২৫) ও মোহাম্মদ রবিন (২৫) ছুরিকাহত হয়েছেন।

ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার মো. রেজাউল করিম জানান, কবির গ্রুপ ও মাসুদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এসকে/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর