thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

মানিকগঞ্জে রকেট প্যারাসুট বিস্ফোরণে আহত ২

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ০০:১২:০৫
মানিকগঞ্জে রকেট প্যারাসুট বিস্ফোরণে আহত ২

মানিকগঞ্জ সংবাদদাতা : জেলার সদর উপজেলার জয়রা এলাকায় বুধবার দুপুরে রকেট প্যারাসুট বিস্ফোরণে দুই গৃহবধূ আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন- জয়রা এলাকার খলিলুর রহমানের স্ত্রী শাম্মী আক্তার (৩৫) ও আহসান হাবিবের স্ত্রী রুবি আক্তার (৩৮)।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ঘটনাস্থল থেকে দু’টি অবিস্ফোরিত রকেট প্যারাসুট উদ্ধার করা হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। সমুদ্রে অথবা দুর্গম কোনো স্থানে বিপদে পড়লে দৃষ্টি আকর্ষণের জন্য এই রকেট প্যারাসুট ব্যবহার করা হয় বলে জানান তিনি।

আহতরা জানায়, দুপুর দেড়টার দিকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি এসে তিন শিশুর হাতে তিনটি প্যারাসুট রকেট দিয়ে চলে যায়। শিশুরা প্যারাসু্ট নিয়ে খেলার সময় শাম্মী ও রুবি প্যারাসুট রকেটের মুখ খুলতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে রুবির দুই পা ঝলসে যায় এবং শাম্মী অজ্ঞান হয়ে পড়েন।

(দ্য রিপোর্ট/এনইউ/ইইউ/এসকে/এএল/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর