thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

পপির ৪ কর্মচারীর বিরুদ্ধে ৫ মামলা অনুমোদন

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ০০:২৬:৩৬
পপির ৪ কর্মচারীর বিরুদ্ধে ৫ মামলা অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : গ্রাহকদের আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিপলস ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টশনের (পপি) চার কর্মচারীর বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বুধবার এ মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই মামলাগুলো দায়ের করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

অভিযুক্তরা হলেন- পপির উত্তরা শাখার সাবেক মাঠকর্মী মো. হারুন অর রশিদ, মো. শাহ আলম, ইমাম হোসেন ও ইছাবুর রহমান। বর্তমানে এরা সবাই চাকরিচ্যুত।

দুদক সূত্র জানায়, ২০০৯ সালের এপ্রিল থেকে অক্টোবরে ১৫টি নারী সমিতির সদস্যদের কাছ থেকে সর্বমোট ৪৭ হাজার ৪৭৫ টাকা আদায়পূর্বক আত্মসাতের দায়ে মো. হারুন অর রশিদের বিরুদ্ধে একটি, ২০০৯ সালের এপ্রিল থেকে মে পর্যন্ত সময়ে ১৪টি নারী সমিতির সদস্যদের কাছ থেকে সর্বমোট ৯৩ হাজার ৯৪৪ টাকা আদায়পূর্বক আত্মসাতের দায়ে মো. শাহ আলমের বিরুদ্ধে একটি, মালিবাগ শাখায় কর্মরত থাকা অবস্থায় ২০০৯ সালের ৫ জুন থেকে ২০১০ সালের ১০ অক্টোবর পর্যন্ত সময়ে সর্বমোট ৬৩ হাজার ৮৮০ টাকা আত্মসাতের দায়ে শাহ আলমের বিরুদ্ধে আরও একটি মামলা, ২০০৯ সালেল জুলাই মাসে সর্বমোট ১৭ হাজার ৮৪১ টাকা আত্মসাতের দায়ে ইমাম হোসেনের বিরুদ্ধে একটি ও ২০০৯ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সময়ে সর্বমোট ২৯ হাজার ৬৫ টাকা আত্মসাতের দায়ে ইছাবুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হবে। দণ্ডবিধির ৪০৮/৪২০ ধারায় প্রতিটি মামলা দায়েরের অনুমোদ দেওয়া হয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর উপ-সহকারী পরিচালক ছাইফুল্লাহ মো. এমরান অভিযোগটি অনুসন্ধান করেছেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর