thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

মানিকগঞ্জে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ০০:২৮:৪৪
মানিকগঞ্জে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি : জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ-উথলী সড়কের কলাবাগান বাজারে বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল চাপায় আবদুল হাই (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তার বাড়ি কান্দা বাসাইল গ্রামে।

এ দুর্ঘটনায় মোটরসাইকেলটির দুই আরোহী আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৬টার দিকে আঃ হাই রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা জাফরগঞ্জগামী একটি মোটরসাইকেল (মানিকগঞ্জ হ ০২-০৯৯৮) তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ও আঃ হাই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উথলীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখান থেকে আঃ হাইকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/এনএস/এসকে/এএল/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর