thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বিশ্বনাথে ৩টি মেছো বাঘের বাচ্চা আটক

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ০০:৫৩:৫৬
বিশ্বনাথে ৩টি মেছো বাঘের বাচ্চা আটক

সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথ উপজেলার কাদিপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসীর বাড়ি থেকে তিনটি মেছো বাঘের বাচ্চা আটক করেছে এলাকাবাসী। রামপাশা ইউনিয়নের ওই গ্রাম থেকে বুধবার সকালে বাচ্চাগুলোকে আটক করা হয়। ওইদিন রাত ৭টায় মৌলভীবাজারের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা বাচ্চাগুলো উদ্ধার করে নিয়ে যায়।

বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, প্রবাসী ধন বিবি দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। তাদের বাড়ির কেয়ারটেকার গৌছ আলী বুধবার সকালে বাঘের বাচ্চাগুলো দেখতে পান। পরে তিনি বিষয়টি প্রবাসীর স্বজনদের জানান। তারা বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৎস্য কর্মকর্তা নিমূল চন্দ্র বণিককে ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনাস্থলে গিয়ে পশুগুলো ভালোভাবে চিনতে না পেরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে খবর দেন।

মৌলভী বাজারের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্ট রেঞ্জার ইমাম উদ্দিন বলেন, ‘মেছো বাঘের তিনটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। এগুলো একটু বড় হলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।’

(দ্য রিপোর্ট/এমজেএইচ/এসকে/এএল/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর