thereport24.com
ঢাকা, শনিবার, ১৯ জুলাই 25, ৪ শ্রাবণ ১৪৩২,  ২৩ মহররম 1447

পল্লবী থেকে নারীর মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ০২:৫৩:৩২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পল্লবী থানা পুলিশ মিরপুরের-১১ এর সি ব্লকের এভিনিউ পার্ক সুইপার কলোনির একটি বাসা থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে। নিহতের নাম হালিমা বেগম (৪৮)।

মৃতদেহটি বুধবার সকাল ৯টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পল্লাবী থানার এসআই সিদ্দিকুর রহমান জানান, কে বা কারা হালিমা বেগমকে ছুরিকাঘাত করে। এতে তার কনুইয়ের নিচে ও মাথায় আঘাত লাগে। এর ফলে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, হালিমা বেগম কিছুদিন ধরে ওই বাড়িতে থাকা আসলাম নামে এক কবিরাজের কাছে চিকিৎসা নিতে আসতেন।

হালিমা বেগমের ছেলে শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১১টা থেকে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বুধবার সকাল ৮টার সময় ওই বাসার সামনে থেকে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তিনি। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

হালিমা বেগমের স্বামীর নাম আব্দুল বারেক। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।

(দ্য রিপোর্ট/এসআর-এনইউডি/এসকে/এএল/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর