thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

রাজধানীতে পুলিশের গুলিতে পিচ্চি রনি আহত

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ০৩:৪০:৪৩
রাজধানীতে পুলিশের গুলিতে পিচ্চি রনি আহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গেন্ডারিয়া থানার একাধিক মামলার আসামি পিচ্চি রনি পুলিশের গুলিতে আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) হরিদাশ রায় জানান, পিচ্ছি রনির নামে থানায় অস্ত্র ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাকে মঙ্গলবার ভোরে গেন্ডারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে বুধবার দিবাগত রাত দুইটার দিকে অস্ত্র উদ্ধারে ধোলাইখাল এলাকার যমুনা ব্যাংক গলিতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। তাদের ছুরির আঘাতে কনস্টেবল জয়নাল আবেদিন আহত হন।

এ সময় পিচ্চি রনি পারাতে গেলে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার ডান পায়ে লাগে। আহতাবস্তায় রনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ছাড়া আহত কনস্টেবল জয়নাল আবেদিনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই হরিদাশ।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর