thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

শিশু যৌন নির্যাতনের ঘটনা লুকানোয় ভ্যাটিকানকে নিন্দা

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ০৭:১১:৩৩
শিশু যৌন নির্যাতনের ঘটনা লুকানোয় ভ্যাটিকানকে নিন্দা

দ্য রিপোর্ট ডেস্ক : বিভিন্ন চার্চে যাজকদের শিশু যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ না করায় ভ্যাটিকানের নিন্দা করেছে জাতিসংঘ। একই সঙ্গে চার্চে শিশুদের অধিকার বাস্তবায়ন করতে না পারার বিষয়ে ভ্যাটিকানের উপস্থাপিত যুক্তিকে প্রত্যাখ্যান করেছে সংস্থাটি। খবর আল-জাজিরার।

শুনানিতে বুধবার ভ্যাটিকানের বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে হাজার হাজার শিশুকে ধর্ষণসহ বিভিন্নভাবে যৌন নির্যাতন করা যাজকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার অভিযোগ আনে জাতিসংঘের মানবাধিকার কমিটি।

এ ছাড়াও কমিটি জানায়, আয়ারল্যান্ডের ম্যাগডালেন লন্ড্রিতে মেয়েদের জোরপূর্বক কাজ করানোর বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে। এ সময় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কাম্য নয় বলেও মন্তব্য করে তারা।

শুনানির আগে শিশুরা নির্যাতনের শিকার হতে পারে এ ধরনের নতুন ও পুরনো চার্চ এবং এর আশপাশের এলাকা পরিদর্শন করেছেন অভিযোগকারীরা।

(দ্য রিপোর্ট/এসকে/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর