thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

শাহজাদপুরে শিবিরের মিছিল, ককটেল বিস্ফোরণ

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ০৯:০৭:০৭
শাহজাদপুরে শিবিরের মিছিল, ককটেল বিস্ফোরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহজাদপুরে বৃহস্পতিবার সকাল ৭টায় হরতালের সমর্থনে মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির। এ সময় তারা ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সঙ্গে শিবিরের মিছিল ও ককটেল বিস্ফোরণ সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে শাহজাদপুর এলাকায় ইসলামী ছাত্রশিবিরের ২০-২৫ জন সমর্থক ব্যানার সহকারে একটি মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে পর পর ৪ থেকে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

উল্লেখ্য, ১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রায় ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার হরতালের আহ্বান করে দলটি।

(দ্য রিপোর্ট/এনইউডি/এমএইচও/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর