thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

সোচি অলিম্পিকে ‘টুথপেস্ট’ বোমা হামলার আশঙ্কা

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ০৯:২০:৩৪
সোচি অলিম্পিকে ‘টুথপেস্ট’ বোমা হামলার আশঙ্কা

দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়ার সোচিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে বোমা হামলা চালানোর লক্ষ্যে বিমানে ‘টুথপেস্ট’ টিউবে লুকিয়ে বিস্ফোরক বহন করা হতে পারে বলে এয়ারলাইন্সগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের হোম সিকিউরিটি বিভাগ।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, ‘সরাসরি রাশিয়াগামী বিমানগুলোতে এই বোমা বহনের ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে রাশিয়াগামী বিমানেও এ ধরনের বিস্ফোরক বহন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের হোম সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওপর এ সময় কোনো হামলার আশঙ্কা করছে না তারা।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি নিয়মিত দেশের অভ্যন্তরে ও দেশের বাইরের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করছে। এমনকি সোচি অলিম্পিকের আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখছে তারা।

সোচিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে শুরু হয়ে ১৩ তারিখ পর্যন্ত চলবে। অলিম্পিক চলাকালীন নিরাপত্তা ঝুঁকি এড়াতে কৃষ্ণসাগরে দুটি যুদ্ধ জাহাজও মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র।

গত ডিসেম্বরে ভলগোগ্রাদে দুটি আত্মঘাতী বোমা হামলা ও ককেশাস অঞ্চলের ইসলামপন্থী সশস্ত্র দলগুলো বেশ কয়েকবার হুমকি দেওয়ার পর সোচি অলিম্পিকে হামলার আশঙ্কা বেড়ে গেছে। (সূত্র : বিবিসি, এপি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর