thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

‘মিশরের প্রেসিডেন্ট পদে লড়বেন সিসি’

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ০৯:৫৬:১৯
‘মিশরের প্রেসিডেন্ট পদে লড়বেন সিসি’

দ্য রিপোর্ট ডেস্ক : মিশরের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আব্দুল ফাত্তাহ আল-সিসি জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন। কুয়েতের আল-সেয়াশাহ সংবাদপত্র এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট পদে লড়বেন কিনা- সিসির কাছে জানতে চাইলে তিনি পত্রিকাটিতে এ কথা জানান।

তিনি বলেন, ‘জনগণের চাহিদাকে আমি অস্বীকার করতে পারি না। অবাধ ভোটের মাধ্যমে আমি মিশরের জনগণকে তাদের বিশ্বাস পুনরুজ্জীবিত করার সুযোগ করে দেব।’

এর আগে, গত মাসে দেশটির সেনাবাহিনী নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে সিসিকে সমর্থন জানায়। তখন তাকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতিও দেওয়া হয়।

আগামী ছয় মাসের মধ্যে মিশরের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনে সিসি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের ৩ জুলাই সেনাবাহিনী মিশরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিসি দেশটিতে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর