thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ভারতে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১০:১৮:৩৫
ভারতে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের বিপরীতে আমিনুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা।

বিজিবি জানায়, বুধবার রাত দেড়টার দিকে পাটগ্রাম সীমান্তের ৮৩২ নাম্বার মেইন পিলারের ৫ নাম্বার সাব-পিলারের বিপরীতে ভারতের হিমকুমারীতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম পাটগ্রাম উপজেলার ৮ নাম্বার বুড়িমারী ইউনিয়নের উফারমারা তেলিপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সফিউল আলম খান সফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমিনুল ইসলাম বুধবার রাত দেড়টার দিকে বুড়িমারী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে গরু নিয়ে আসার সময় ভারতীয় জনগণ তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার ১০৪ বিএসএফের জওয়ানরা আমিনুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে মেখলিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় লালমনিরহাট ১৫ বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে প্রতিবাদপত্র পাঠিয়েছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/টিআই/ইইউ/এসবি/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর