thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাড়াচ্ছে ভারত

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১২:৩৩:১৫
অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাড়াচ্ছে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক : ভারত সরকার ১৮০টি দেশের পর্যটকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্কিম সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। পর্যটনশিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

চলতি বছরের অক্টোবর থেকে এই নতুন স্কিম চালু করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার।

তবে পাকিস্তান, সুদান, আফগানিস্তান, ইরান, ইরাক, নাইজেরিয়া, শ্রীলঙ্কা ও সোমালিয়ার নাগরিকরা সম্প্রসারিত অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন না।

বর্তমানে ফিনল্যান্ড, সিঙ্গাপুর ও জাপানসহ ১১টি দেশ ভারতের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পায়।

ভারতের পরিকল্পনামন্ত্রী রাজীব শুক্লা ৬ মাসের মধ্যে এই সুবিধা কার্যকর হওয়ার বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ইলেক্ট্রনিক অন-অ্যারাইভাল ভিসা ২৬টি প্রধান বিমানবন্দরে ইস্যু করা হবে। কোনো পর্যটক ভারতে পৌঁছানোর ৩০ দিন পর্যন্ত এ ভিসার মেয়াদ থাকবে।

অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে ভারত গমনেচ্ছুরা অনলাইনের মাধ্যমেই ভিসার জন্য আবেদন জানাতে ও ভিসা ফি জমা দিতে পারবেন। ভারতে পৌঁছার তিনদিনের মধ্যে বিমানবন্দর থেকে এ ভিসা সংগ্রহ করা যাবে।

তবে পাকিস্তান ও আফগানিস্তানসহ ৮টি দেশে কেন ভিসা দেওয়া হবে না- এ ব্যাপারে কিছু জানাননি শুক্লা। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর