thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

এমারেল্ডের আইপিও লটারির ফলাফল প্রকাশ

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১২:৫৯:৩০
এমারেল্ডের আইপিও লটারির ফলাফল প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করেছে এমারেল্ড অয়েল। বৃহস্পতিবার সকাল ১০টায়, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইপিও লটারি অনুষ্ঠিত হয়। দ্য রিপোর্টের বিশেষ উদ্যোগে লটারির ফলাফল প্রকাশ করা হলো।








ক্ষতিগ্রস্ত কোটায় আবেদনকারীদের ফলাফল

সাধারণ বিনিয়োগকারীদের কোটায় আবেদনকারীদের ফলাফল

মিউচ্যুয়াল ফান্ড কোটায় আবেদনকারীদের ফলাফল

প্রবাসী কোটায় আবেদনকারীদের ফলাফল

ব্যাংক কোড

এলোটমেন্ট বরাদ্দ সংক্রান্ত তথ্য

লটারি অনুষ্ঠান উদ্বোধন করেন কোম্পানির সভাপতি মনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমারেল্ডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাছিবুল গণি গালিব, পরিচালক এএসএম মুনিরুল ইসলাম, পরিচালক স্বজন কুমার বসাক, পরিচালক অমিতাব ভূমি, কোম্পানির সচিব মেহেরুন্নেসা রোজী এবং প্রধান অর্থ কর্মকর্তা শামসুল আরেফিন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কর্মকর্তাবৃন্দ।

লটারি পরিচালনা করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাসিম আহাম্মেদ দেওয়ান, লুৎফা আক্তার এবং ড. কাওছার আলম।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সর্ভিসেস লিমিটেড।

এ কোম্পানির আইপিওতে ২০ কোটি টাকার বিপরীতে ৮০০ কোটি ৭২ লাখ টাকা জমা পড়েছে, যা কোম্পানির চাহিদার তুলনায় ৪০.০৩ গুণ। এমতাবস্থায় বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিতে লটারির আয়োজন করা হয়।

এমারেল্ড অয়েল ২ কোটি শেয়ারের বিনিময়ে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টি শেয়ারে।

(দ্য রিপোর্ট/এস/ডব্লিউএন/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর