thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

হাইকোর্টে ১০ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৩:২৮:৪৫
হাইকোর্টে ১০ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স

দ্য রিপোর্ট প্রতিবেদক : আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক মন্ত্রী নিজামী, বাবরসহ ১৪ জনের ফাঁসির ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছেছে।

চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ থেকে বৃহস্পতিবার হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় উচ্চ আদালতের অনুমোদনের জন্য মামলাটি এসেছে বলে সংশ্লিষ্ট শাখা নিশ্চিত করেছে।

ছোট একটি ট্রাংকে লাল রংয়ের মোড়কে চারটি ও নীল রংয়ের একটি মোড়কে মোড়ানো ফাঁসির ডকুমেন্টসহ প্রয়োজনীয় কাগজপত্র হাইকোর্টে পাঠানো হয়েছে।

১০ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স মামলার নাম্বার ৭/২০১৪ হবে বলেও জানান হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখার কর্তৃপক্ষ।

৩০ জানুয়ারি বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মুজিবুর রহমান।

এ ঘটনায় দায়ের করা চোরাচালান মামলায় তাদের মৃত্যুদণ্ড ও অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। অস্ত্র মামলার আরেকটি ধারায় পৃথকভাবে ৭ বছরের দণ্ডাদেশ দেওয়া হয়।

মৃত্যুদণ্ডাদেশসহ সাজাপ্রাপ্তরা হলেন- জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী (৮২), বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (৫৩), এনএসআইয়ের সাবেক দুই প্রধান মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী (৬০) ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম (৬১), সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিন আহমেদ (৫৩), সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন (৪৩), সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন (৪৭), সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার (৬২) এবং সংস্থাটির সাবেক জিএম (প্রশাসন) একেএম এনামুল হক (৬১), চোরাচালানি হাফিজুর রহমান হাফিজ (৪৮), অস্ত্র খালাসের জন্য শ্রমিক সরবরাহকারী দীন মোহাম্মদ (৪৫), মাছধরা নৌকার মালিক হাজী আবদুস সোবহান (৬০), সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নূরুল আমিন এবং উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া।

এদের মধ্যে পরেশ বড়ুয়া ও নূরুল আমিন পলাতক রয়েছেন।

রায়ে খালাস পেয়েছেন সানোয়ার হোসেন চৌধুরী (৫০), দিলদার হোসেন চৌধুরী (৪৭), মরিয়ম বেগম ওরফে বদনি মেম্বার (৪৩), জসীম উদ্দিন ওরফে জসীম (৩৫), আব্দুল আজিজ (৪৯), মো. আকতার (৪৬), মো. জাহাঙ্গীর (৪৩), নূরুল আবছার ওরফে আবছার মেম্বার (৪৫), আরজু মিয়া প্রকাশ পাগলা (৫৮), এজাহার মিয়া (৫৫), মুজিবুর রহমান ভুলু (৫৭), শেখ মোহাম্মদ (৪৭), ফজল আহাম্মদ চৌধুরী (৪৩), আকবর আলী (৪৬), বাদশাহ মিয়া (২৪), ওসমান মিস্ত্রি (৩৬), আব্দুল মান্নান (৩২), কবির আহাম্মদ (৩৪), মো. রফিক (৩০), মনির আহাম্মদ (৩২), আব্দুল মালেক (৩৫), মঞ্জুরুল আলম (২৮), সালেহ জহুর প্রকাশ গুরা মিয়া (৩০), ফিরোজ আহম্মদ (৩২), সাইফুদ্দিন (৫০) ও কামাল মিয়া (৩৮)। পলাতক আসামি প্রদীপ কুমার দাশ প্রকাশ ব্রজগোপাল (৩৮), নূরনবী (৩৬), সিরাজুল ইসলাম (৩৩), হেলাল উদ্দিন (৩০), বাবুল মিয়া (৩৪), আব্দুর রহিম মাঝি (৩৫), আব্দুস সবুর (৩২), মো. শাহআলম (৩৪), মো. সোবহান (৩৩) ও শাহজাহান (৩৮)।

এ মামলার যেসব আসামি মারা গেছেন তারা হলেন- ইয়াকুব আলী, মুনির আহমেদ, আতাউর রহমান ও আবুল কাশেম মধু।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর