thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সাতক্ষীরায় নিরুত্তাপ হরতাল

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৩:৩২:০৫
সাতক্ষীরায় নিরুত্তাপ হরতাল

সাতক্ষীরা প্রতিনিধি : ১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সাতক্ষীরায় নিরুত্তাপভাবে পালিত হচ্ছে।

বৃহস্পতিবার সকালের দিকে শহরের দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলতে দেখা যায়। অফিসপাড়ায় উপস্থিতি কম থাকলেও ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ছিল স্বাভাবিক।

জেলার অভ্যন্তরীণ ৮টি রুটের মধ্যে আশাশুনি-সাতক্ষীরা ছাড়া অন্যান্য রুটে দু-একটি গণপরিবহন চলতে দেখা যাচ্ছে। তবে সব সড়কে ইঞ্জিনচালিত ভ্যান ও ট্রাক চলাচল স্বাভাবিক ছিল।

শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল ছিল চোখে পড়ার মতো। হরতাল সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সড়ক-মহাসড়কে কোথাও পিকেটিং করতে দেখা যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক দ্য রিপোর্টকে জানান, হরতালে জামায়াত-শিবিরকে মাঠে দেখা যায়নি।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএইচও/এসবি/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর