thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ আটক ১

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৩:৪৭:৫০
শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ আটক ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কেজি স্বর্ণসহ মো. দিদারুলকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। তাকে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আটক করা হয়।

কাস্টমসের সহকারী কমিশনার মো. আব্দুল আলীম দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে আসা বাংলাদেশ বিমানের ০৪৮ নম্বর ফ্লাইটে আন্তর্জাতিক একটি চক্র দিদারের কাছে স্বর্ণ হস্তান্তর করে। এর আগে ওই চক্রটি দুবাই থেকে স্বর্ণগুলো নিয়ে আসে। তিনি আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলেও জানান এই কর্মকর্তা।

আন্তর্জাতিক চক্রের ওই চক্রের সদস্যদের নাম জানতে চাইলে তিনি জানান, দিদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত এখনও জানা যায়নি। এমনকি দিদারও তার আসল পরিচয় দিতে চাচ্ছে না।

(দ্য রিপোর্ট/এএইচএ/এমএইচও/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর