thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘বাহবা দিতে কার্পণ্য, দোষ-ত্রুটি খুঁজে বেড়ায়’

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৪:০১:৫৫
‘বাহবা দিতে কার্পণ্য, দোষ-ত্রুটি খুঁজে বেড়ায়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কঠোর পরিশ্রম করে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি ঘটালেও তাদের বাহবা দিতে অনেকে কার্পণ্য করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সমস্যা আছে, কিন্তু তা সমাধানের চেষ্টা করলে কিছু কিছু মানুষ, মিডিয়া দোষ-ত্রুটি খুঁজে বেড়ায়।

সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাস্ট ট্র্যাক প্রজেক্ট মনিটরিং কমিটির সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন তিনি।

সকাল ১০টা ৩৯ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে উপস্থতি হন। এ সময় ৬ নম্বর ভবনের গেটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও বিদুৎ সচিব মনোয়ার ইসলাম প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী বলেন, গতবার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০১৩ সালের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করার কথা থাকলেও আমরা ১০ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। ৬৯টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শেষ হয়েছে।

মন্ত্রণালেয়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারা কাজ করে না বলে অনেকে গালি দিয়ে থাকে। আমি এ ধরনের বক্তব্যের প্রতিবাদ করি। এত কষ্ট করে বিদ্যুৎ ১০ হাজার মেগাওয়াটে নিয়ে আসা হলো কিন্তু বাহবা দিতে অনেকের কার্পণ্য। আমি সব সময় আপনাদের বাহবা দিয়ে থাকি।

শেখ হাসিনা বলেন, ৬৯টি বিদ্যুৎকেন্দ্রের কাগজপত্র তৈরি করতে হয়েছে। গভীর রাত জেগে কাজ করতে হয়েছে। আলোচনা করা, কাজ বুঝিয়ে দেওয়া, কাজ করিয়ে নেওয়া এটা কঠিন দায়িত্ব ছিল। সমস্যা আছে, কিন্তু যখন সমস্যা সমাধানের পথে পা বাড়াবেন কিছু মিডিয়া থেকে শুরু করে কিছু লোক অনবরত দোষ-ত্রুটি খুঁজে বেড়াবে। কোনো একটু দোষ পাওয়া গেলে, সেটি বড় করে দেখবে। ভালো কাজটির পক্ষে বলতে তারা দ্বিধাগ্রস্ত থাকে। আমাদের দেশের কিছু মানুষ, কিছু পত্রিকা, কিছু মিডিয়ার মাথায় নেতিবাচক চিন্তা ভর করে আছে।

শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি স্লোগানের কথা জানান- ‘জ্বলছে আলো ভাসছে দেশ’। আমি এর সঙ্গে যোগ করে বলতে চাই ‘জ্বলছে আলো ভাসছে দেশ/ঘরে ঘরে আলোর রেশ।’

গত ৫ বছরে বিদ্যুৎ উৎপাদন ছাড়াও গ্যাসের নতুন কূপ খনন, বিদ্যুতের সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ থেকে যেভাবে বিদ্যুৎ ক্রয় করেছি, সেভাবে এলএনজি (তরল গ্যাস) নিয়ে আসা হবে। গ্যাসের চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শেখ হাসিনা বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া আমাদের ওয়াদা। আমরা সাধ্য অনুযায়ী দেশকে আলোকিত করে দেব। বিভিন্ন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির দিকে বেশি জোর দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, নতুন সরকার গঠনের পর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে এসেছি এ জন্য যে- কী কী কাজ আমরা ইতোমধ্যে করেছি এবং কী কী কাজ করতে হবে। দেশকে আলোর পথে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। সমস্যা থাকলে সমাধান দেওয়া হবে।

গত নির্বাচনে ৪০ শতাংশেরও বেশি মানুষ ভোট দিয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, নির্বাচনে ভোট না দিতে জনগণকে বাধা দেওয়া হয়েছে। পেট্রোলবোমা মারা হয়েছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। গণআন্দোলন হয়নি। জনগণ এতে সাড়া দেয়নি।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/শাহ/ফেব্রুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর