thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

‘ঘোষিত সময়ের আগেই মধ্য আয়ের দেশ’

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৪:৩৫:৩২
‘ঘোষিত সময়ের আগেই মধ্য আয়ের দেশ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘সরকারের রূপকল্পে ঘোষিত সময়-সীমার আগেই মধ্য আয়ের দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ। আজ আমরা খাদ্যে সয়ংসম্পন্ন হয়েছি। জনগণের ক্রয় ক্ষমতা বেড়েছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে।’

ধানমন্ডিতে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, সরকার দক্ষ মানব সম্পদ গড়তে কাজ করছে। এটা সম্ভব হলে প্রজেক্টের জন্য বিদেশ থেকে পরামর্শক আনতে হবে না। বিদেশি পরামর্শকরা আমাদের বিভিন্ন প্রজেক্টের ৭৫ শতাংশ অর্থ নিয়ে যায়। দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভব হলে আমাদের পরামর্শকরাই তখন বিদেশ থেকে দেশে অর্থ পাঠাতে পারবে। এ জন্য জ্ঞানভিত্তিক শিল্পায়নের কার্যক্রম সুসংহত করার আহ্বান জানান তিনি।

বিআইএমের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প সচিব মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ ও এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।

শিল্পমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের আমলে বিআইএমের কোর্স কারিকুলাম যুগের চাহিদানুয়ায়ী শিল্প ব্যবস্থাপনা ও উদ্যোক্তা উন্নয়নে সহায়ক নতুন নতুন বিষয় সংযোজন করার উদ্যোগ নেওয়া হবে।’

মন্ত্রী বিরোধী দলের কর্মকাণ্ডে আক্ষেপ করে বলেন, ‘জাতীর দূর্ভাগ্য হচ্ছে, আমরা যতোই এগিয়ে যেতে চাই, বিরোধী দল ততোই জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক রাজনীতির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত করার অপচেষ্টা করছে।’

শিল্প সচিব বিআইএমকে আরও আধুনিক করার জন্য বেশ বিছু পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে বিআইএমের জন্য ১০ তলা ভবন নির্মাণ, এক্সিকিউটিভ এমবিএ কোর্স ও মাস্টার্স ইন হিউম্যান রাইটস কোর্স চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

তিনি বলেন, এ সব কার্যক্রমের মাধ্যমে বিআইএমের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করা সম্ভব হবে।

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, দেশের ৭৫ শতাংশ ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছে প্রাইভেট খাত। বঙ্গবন্ধুর শাসন আমলে বেসরকারি খাতের তেমন অগ্রহতি না হলেও পরবর্তী সময়ে আস্তে আস্তে অগ্রগতি শুরু হয়। আওয়ামী লীগের ১৯৯৬ সালের সরকারের সময় বেসরকারি খাত অনেক সম্প্র্রসারিত হয়। আজ আমাদের অর্থনৈতিক সব সূচকই অনেক ভালো অবস্থানে আছে। এর পরেও জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের নীচে নেমে এসেছে। এ জন্য বিগত দিনে বিরোধী দলের সংঘাতপূর্ণ রাজনীতিকে দায়ী করেন তিনি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছিলেন, এখন আমাদের অর্থনৈতিক স্বাধীনতা দরকার। অর্থনৈতিক এ স্বাধীনতার জন্য আমাদের সকলকে দেশকে ভালোবেসে কাজ করতে হবে। নিজেদের আয় থেকে নিজেদের বাজেট প্রণয়ন করতে হবে।

(দ্য রিপোর্ট/এআই/এমএআর/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর