thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সিলেটে বিরল প্রজাতির পেঁচা আটক

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৫:০৪:৪৫
সিলেটে বিরল প্রজাতির পেঁচা আটক

সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথে লক্ষ্মী নামে একটি বিরল প্রজাতির পেঁচা আটক করেছে এলাকাবাসী। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজারের কর্মকর্তার কাছে পেঁচাটিকে হস্তান্তর করা হয়। বুধবার রাত ৯টায় পেঁচাটিকে আটক করে তারা।

বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রকৃতি বিভাগ, মৌলভীবাজারের ফরেস্ট রেঞ্জার ইমাম উদ্দিন দ্য রিপোর্টকে বলেন, ‘লক্ষ্মী পেঁচাটিকে বন্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের মাধ্যমে বন বিভাগে ছেড়ে দেওয়া হবে।’

জানা গেছে, বুধবার রাতে উপজেলা সদরের পুরান বাজারস্থ সোহেল আহমদের বাসার সামনে একটি বিরল প্রজাতির পেঁচা ঘোরাফেরা করতে দেখা যায়। পরে ওই এলাকার লোকজন পেঁচাটিকে আটক করে স্থানীয় উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করে। পরে রাতেই বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রকৃতি বিভাগ, মৌলভীবাজারের ফরেস্ট রেঞ্জার ইমাম উদ্দিনের কাছে পেঁচাটি হস্তান্তর করা হয়।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/এমসি/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর