thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘প্রগতিশীল দলগুলোর মধ্যে সাম্প্রদায়িক চক্রান্ত ঢুকেছে’

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৫:২৫:৫৯
‘প্রগতিশীল দলগুলোর মধ্যে সাম্প্রদায়িক চক্রান্ত ঢুকেছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলোর মধ্যে সাম্প্রদায়িক চক্রান্ত ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

রানা দাশগুপ্ত বলেন, যখন কোনো ধর্মীয় সংখ্যালঘুর বাড়ি লুট করা হচ্ছে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সর্বদলীয় সাম্প্রদায়িক ঐক্য লক্ষ্য করার মত।

তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর ৫ জানুয়ারির আগে ২৩টি জেলায় ৪৮৫টি বাড়ি-ঘর, ৫৭৮টি দোকান, ১৫২টি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চারজনকে হত্যা, দুইজনকে ধর্ষণসহ ৪৫২টি বাড়ি-ঘর ও ২৪৬টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুট হয়েছে।

জাতীয় ঐক্যের গুরুত্ব উল্লেখ করে রানা দাশগুপ্ত বলেন, ধর্মীয় রাষ্ট্র নয়, জাতীয় নিরপেক্ষ রাষ্ট্র চাই। জাতীয় ঐক্যের স্বার্থেই সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান উষাতন তালুকদার এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য নির্মল চন্দ্র ভৌমিক, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ইউরোপীয় ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি মানিক পাল প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর