thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৫:২৮:৫৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৬৮নং মেইন পিলারের কাছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত এ বৈঠক চলে। চুয়াডাঙ্গা সীমান্তে মানুষ হত্যা, শিশু-নারী পাচার ও মাদকসহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের গয়েশপুর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার তোফাজ্জেল হোসেনসহ ১১ জন। ভারতের পক্ষে নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার ১৭৩ নং ব্যাটালিয়নের বানপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর নীরেন্দ্র কুমারসহ ১৫ জন উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমআরআর/কেএন/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর