thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

চুমুর চিহ্নে চোর শনাক্ত!

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৫:৩৮:১৭
চুমুর চিহ্নে চোর শনাক্ত!

দ্য রিপোর্ট ডেস্ক : চুরি করতে এসে এক নারীর গালে চুমু দিয়ে চিহ্ন রেখে গিয়েছিল এক চোর। এই চুমুর সূত্র ধরেই চোরকে পাকড়াও করেছে পুলিশ।

ফ্রান্সের রাজধানী প্যারিসে ঘটেছে এ ঘটনা।

পুলিশ জানায়, প্যারিসের এক গহনার দোকানের নারীকর্মীকে অনুসরণ করে তার বাড়িতে ঢোকে দুই চোর। তারা ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে গহনার দোকানের অ্যালার্ম বন্ধের কোড নেয়।

পরে ওই নারীকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে পাহারা দেয় এক চোর। অন্যজন যায় গহনার দোকানে চুরি করতে।

গহনার দোকান খালি করে প্রথম চোরটি ফিরে এলে ৫৬ বছর বয়স্ক ওই নারীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। আর তখনই ভুলটি করে বসেন ২০ বছর বয়স্ক অপর চোর। তিনি বাড়ি চলে আসার সময় ওই নারীর গালে একটি চুমু খেয়ে বসেন। ব্যাস, ওই চুমু থেকেই ডিএনএর নমুনা নিয়ে ন্যাশনাল জেনেটিক প্রিন্ট ডাটাবেস ঘেঁটে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়।

এ ঘটনার কয়েকমাস পর অন্য একটি অপরাধে ফ্রান্সের নিমস শহর থেকে ধরা পড়ে ওই ব্যক্তি। পুলিশ তার ডিএনএর নমুনা মিলিয়ে নিশ্চিত হন তিনিই গহনার দোকানে চুরি করেছিলেন।

পরে অবশ্য পুলিশের কাছে গহনার দোকানে চুরির বিষয়টি স্বীকার করেছেন তিনি। ওই নারীর ভয় দূর করতেই গালে চুমু দিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। (সূত্র : দ্য ডন)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/এএইচ/ ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর