thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

‘নিউরোসায়েন্স হাসপাতালকে স্বায়ত্বশাসন দেওয়া হবে’

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৫:৪৮:০৪
‘নিউরোসায়েন্স হাসপাতালকে স্বায়ত্বশাসন দেওয়া হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালকে স্বায়ত্বশাসন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, স্বায়ত্বশাসনের অপব্যবহার না করে জনগণের সেবা করতে হবে।

রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল পরিদর্শন শেষে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে মুদি দোকানের মতো ডায়াগনস্টিক সেন্টার গজিয়ে উঠেছে। কে এগুলোর লাইসেন্স দেয়? অহেতুক ও অপ্রয়োজনীয় ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হবে।’

চিকিৎসার নামে দেশে ব্যবসা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ডাক্তাররা অনেক ক্ষেত্রে কসাইয়ের মতো আচরণ করে। এটা হতে পারে না। জনগণের সেবা করতে হবে। ডাক্তারদের গ্রামে থাকতে হবে। এ জন্য প্রয়োজনে আইন ও তাদের প্রণোদনা দেওয়া হবে।’

চিকিৎসকদের দুর্নীতি বন্ধ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের বিরুদ্ধে আমি কেন ব্যবস্থা নেব? আপনাদের বিচার আপনারাই তো করতে পারেন।’

এ সময় মন্ত্রী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের নার্স ও চিকিৎসকের সংখ্যা বাড়ানোরও আশ্বাস দেন।

মতবিনিময় সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি বলেন, ‘দেশের সকল জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। চিকিৎসকদের দায়িত্বশীল হতে হবে।’

সভায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদসহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর