thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

উপজেলা নির্বাচন

৮৩ উপজেলায় ভোটগ্রহণ ১৫ মার্চ

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৬:৪৪:৫৮
৮৩ উপজেলায় ভোটগ্রহণ ১৫ মার্চ

দ্য রিপোর্ট প্রতিবেদক : চতুর্থ উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে ৮৩ উপজেলার ভোটগ্রহণ হবে ১৫ মার্চ। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ও বাছাইয়ের শেষ তারিখ ১৭ ফেব্রুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৫ মার্চ।

উপজেলাগুলো হলো- ঠাকুরগাঁও জেলার হরিপুর, দিনাজপুরের সদর ও নবাবগঞ্জ, নীলফামারীর সদর, লালমনিরহাটের আদিতমারী, কুড়িগ্রামের সদর, রৌমারী ও চিলমারী, গাইবান্ধার সদর ও সাদুল্লাপুর, জয়পুরহাটের আক্কেলপুর, চাঁপাইনবাবগঞ্জের সদর, ভোলাহাট ও শিবগঞ্জ, নওগাঁর মান্দা, পোরশা ও ধামইরহাট, রাজশাহীর গোদাগাড়ি, চারঘাট ও দুর্গাপুর, চুয়াডাঙ্গার দামুরহুদা, যশোরের মনিরামপুর, নড়াইলের লোহাগড়া, বাগেরহাটের সদর, মোড়েলগঞ্জ, রামপাল, মোংলা ও শরণখোলা।

খুলনার পাইকগাছা, সাতক্ষীরার কালিগঞ্জ, ভোলার সদর, বরিশালের মুলাদী, হিজলা ও বাবুগঞ্জ, পিরোজপুরের নেছারাবাদ, জামালপুরের দেওয়ানগঞ্জ, শেরপুরের শ্রীবর্দী, ময়মনসিংহের ফুলবাড়ীয়া, গৌরীপুর, মুক্তাগাছা, ফুলপুর ও ধোবাউড়া, নেত্রকোনার সদর ও মোহনগঞ্জ, কিশোরগঞ্জের সদর, কুলিয়ারচর ও হোসেনপুর, গাজীপুরের শ্রীপুর, ফরিদপুরের সদর, আলফাডাংগা ও সদরপুর, চরভদ্রাসন, ভাংগা ও মধুখালী, গোপালগঞ্জের টুংগীপাড়া, শরীয়তপুরের সদর ও নড়িয়া, সুনামগঞ্জের জামালগঞ্জ, সিলেটের ফেঞ্চুগঞ্জ ও দ. সুরমা, মৌলভীবাজারের বড়লেখা, টাঙ্গাইলের ধনবাড়ী ও দেলদুয়ার, কুমিল্লার নাংগলকোট, হোমনা, বুড়িচং, চৌদ্দগ্রাম, ব্রাহ্মণপাড়া, তিতাস, চাঁদপুরের কচুয়া ও হাজীগঞ্জ।

নোয়াখালীর সেনবাগ, লক্ষ্মীপুরের কমলনগর, চট্টগ্রামের চন্দনাইশ ও সীতাকুন্ড, রাঙ্গামাটির বরকল, বাঘাইছড়ি ও কাউখালি, মানিকগঞ্জের ঘিওর, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, ফেনীর দাগনভূঁইয়া এবং বান্দরবান জেলার বান্দরবান সদর ও আলী কদম।

প্রথম ধাপে ১৯ ফেব্রুয়ারি ভোট হবে ৯৭টি উপজেলায়। নির্বাচন কমিশন ১০২ উপজেলায় তফসিল ঘোষণা করলেও রংপুরের পাঁচ উপজেলায় ভোট আটকে গেছে আইনি জটিলতায়। এরই মধ্যে এ সব উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন প্রার্থীরা।

দ্বিতীয় ধাপে ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ফেব্রুয়ারির পর। এ দিন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

(দ্য রিপোর্ট/এমএস/ইইউ/এমএআর/এএইচ/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর