thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘জুনের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা’

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৭:১৭:২৯
‘জুনের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাষ্ট্রীয়ভাবে শহীদ বুদ্ধিজীবীদের সঠিক কোনো তালিকা মন্ত্রণালয়ে সংরক্ষিত নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এম আবদুল লতিফের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।

মোজাম্মেল হক বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চলতি বছরের ৩০ জুনের মধ্যে এ তালিকা প্রকাশ করা হবে।’

মন্ত্রী বলেন, ‘পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় সহযোগী রাজাকার, আলবদর, আল-সামস বাহিনী ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করেছিল। বাঙালি জাতি এ ঘৃণ্য বর্বরতাকে কখনও ভুলবে না। আগত প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি।’

মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও ৭১’র শহীদদের স্মৃতি রক্ষায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় ৩৫টি স্থানে নির্মাণ কাজ চলমান রয়েছে। এ প্রকল্পের আওতায় আরও ২৬৫টি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়টি বিবেচনাধীন আছে।’

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এসবি/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর