thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

খন্দকার মোশাররফের বিরুদ্ধে দুদকের মামলা

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৭:১৮:০৯
খন্দকার মোশাররফের বিরুদ্ধে দুদকের মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর রমনা মডেল থানায় বৃহস্পতিবার বিকেলে মামলাটি (মামলা নং-১৩) দায়ের করা হয়েছে। দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার বলা হয়েছে, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা গোপন করে যুক্তরাষ্ট্রে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা (আট লাখ চার হাজার ১৪২ দশমিক ১৩ ব্রিটিশ পাউন্ড) পাচার করেছেন। তার ও স্ত্রী মিসেস বিলকিস আক্তারের যৌথ ব্যাংক হিসাবে (হিসাব নম্বর ১০৮৪৯২) এ অর্থ পাচার করা হয়েছে।

অর্থ পাচারের সঙ্গে তার স্ত্রী মিসেস বিলকিস আক্তার বা অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না তা মামলার তদন্ত পর্যায়ে খতিয়ে দেখা হবে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১৩ এর ১৩ ধারা, ২০০৯ এর ৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/জেএম/এএইচ/ফ্রেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর